পর্তুগালের লিসবনের উপকণ্ঠে অবস্থিত Costa da Caparica শহরে নির্মমভাবে খুন হয়েছেন এক বাংলাদেশি প্রবাসী যুবক শামীম হোসেন (৩৫)। জানা যায়, তিনি স্থানীয় একটি ফাস্টফুড দোকানে চাকরি করতেন এবং প্রতিদিন নিজস্ব সাইকেলে কর্মস্থলে যাতায়াত করতেন।
ঘটনাটি ঘটে সম্প্রতি, যখন শামীম তার দোকানের সামনে সাইকেল পার্ক করে কাজ করছিলেন। কিছুক্ষণ পর এক আফ্রিকান নাগরিক তার সাইকেলটি চুরি করে নিয়ে যায়। বিষয়টি চোখে পড়তেই শামীম চোরকে ধাওয়া করেন এবং তাকে আটকানোর চেষ্টা করেন।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ওই আফ্রিকান চোর সঙ্গে থাকা ছুরি দিয়ে শামীমের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে GNR পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
মৃত শামীম হোসেনের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। তার মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।