জামায়াতে ইসলামী জানিয়েছে, গণভোটে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন না হলে দলটি তা মেনে নেবে না। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত গোল টেবিল বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্য করেন। অনুষ্ঠানের শিরোনাম ছিল “পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি”। এটি আয়োজন করে ফোরাম ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স।
গোলাম পরওয়ার প্রধান অতিথির বক্তব্যে বলেন, পিআর পদ্ধতি নিয়ে প্রধান উপদেষ্টা সব দলকে ডেকে জাতীয় রাজনৈতিক সংলাপ আহ্বান করা উচিত। তিনি সতর্ক করে বলেন, “সাজানো-পাতানো কোনো নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না।”
বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াতের এ নেতা বলেন, “একটি রাজনৈতিক দল পিআর নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। যদি কারও চাপ অনুভব করেন, তাহলে বিষয়টি গণভোটে দিন। দেশের ৭১ ভাগ মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায়।”
তিনি আরও দাবি করেন, পিআর পদ্ধতি ছাড়া ক্ষমতায় আসা যে–কোনো সরকার স্বৈরাচারে পরিণত হবে। বর্তমান কাঠামোয় যে দল ক্ষমতায় যায়, তারা স্বৈরশাসনে রূপ নেয়।
প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, “সিইসি বলছেন, সংবিধানে পিআর নেই। সংবিধানে তো অন্তর্বর্তী সরকারও নেই। সংবিধানে কোথাও বলা নেই নির্বাচন কীভাবে হবে। বলা আছে শুধু পাঁচ বছর পরপর নির্বাচন হবে। তাহলে কী ২০২৯ সালে নির্বাচন হবে?”
সভায় সভাপতিত্ব করেন ফোরাম ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর ভারপ্রাপ্ত সভাপতি আবদুস ছাত্তার শাহ। সংগঠনের অন্য নেতারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।