হবিগঞ্জ ও সুনামগঞ্জের পাঁচটি উপজেলার অন্তত ৫০ গ্রামের দুই লাখ মানুষ এক যুগেরও বেশি সময় ধরে চরম দুর্ভোগে রয়েছেন কাজীর বাজার-মার্কুলি সড়কটি ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকায়। ২৬ কিলোমিটার দীর্ঘ এ সড়ক সংস্কারের দাবি জানিয়ে বারবার আবেদন করলেও কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের ক্ষোভ এখন চরমে উঠেছে।
১২ বছর ধরে বেহাল সড়ক
নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের কাজীর বাজার থেকে বানিয়াচং উপজেলার মার্কুলি পর্যন্ত সড়কটি দিয়ে প্রতিদিন কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। সামান্য বৃষ্টি হলেই এ সড়কে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীদের বহন করতে চালকেরা রাজি হন না।
বিক্ষোভে উত্তাল গ্রামবাসী
শুক্রবার স্থানীয়রা এ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। ১০ হাজারেরও বেশি মানুষ অংশ নেন এ কর্মসূচিতে। বক্তারা অভিযোগ করে বলেন, সড়ক সংস্কারের আবেদন জেলা প্রশাসক, ইউএনও এবং বিভাগীয় কমিশনারের কাছে বহুবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বক্তাদের হুঁশিয়ারি, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ এবং ইউএনও ও এলজিইডি অফিস ঘেরাও করা হবে।
সময় তিন গুণ বেশি লাগে
গ্রামবাসীর অভিযোগ, কাজীর বাজার-মার্কুলি সড়কটি স্বাভাবিক অবস্থায় পাড়ি দিতে সর্বোচ্চ এক ঘণ্টা সময় লাগার কথা। কিন্তু বর্তমান অবস্থায় সেই পথ পাড়ি দিতে সময় লাগে তিন ঘণ্টা। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা নিয়মিত ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
প্রশাসনের প্রতিক্রিয়া
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন বলেন, “সড়কটির কথা শুনেছি। এ নিয়ে মানববন্ধন হয়েছে। তবে স্থানীয়রা এখনও কোনো লিখিত স্মারকলিপি দেননি।”