কুলাউড়া (মৌলভীবাজার) | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
সিলেট বিভাগের রেল যোগাযোগ উন্নয়নের দাবিতে ২৭ সেপ্টেম্বর (শনিবার) কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শনিবার, ২০ সেপ্টেম্বর কুলাউড়ার লংলা রেলস্টেশনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা আসে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া এবং সঞ্চালনা করেন সাংবাদিক তাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান।
৮ দফা দাবি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও প্রেস ক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম বলেন, ঘোষিত কর্মসূচির মাধ্যমে সিলেট বিভাগের রেল অবকাঠামো ও সেবার মানোন্নয়নের দাবিগুলো জোরালোভাবে উপস্থাপন করা হবে। কর্মসূচিতে আরও বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির, ইউনিয়ন পরিষদ সদস্য গোলাপ মিয়া, পরিবহন শ্রমিক নেতা ইসলাম উদ্দিন, অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা সালামত খান এবং কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত দিনে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হবে এবং ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।