কুলাউড়া (মৌলভীবাজার) | রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুলাউড়ার ১২ নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ হলরুমে সর্বদলীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী এবং পরিচালনা করেন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আব্বাস আলী। বক্তব্য দেন আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশাঙ্ক শেখর গোস্বামী, কুলাউড়া থানার এএসআই আরিফুল ইসলাম, শিক্ষক সামসুর রহমান চৌধুরী, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তাপস দত্ত ও সম্পাদক পূর্ণেন্দু দত্ত, জামায়াত নেতা রুনু মিয়া, রফিকুল ইসলাম, ইউপি সদস্য কবির উদ্দিন, মো. গোলাম হোসেন, উম্মর আলী, আমিনা বেগম, ইউপি সচিব সজল কুমার দেব, যুবদল নেতা এম এ আহাদ, স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল খান এবং ইউনিয়ন ছাত্রদল সভাপতি দুলাল মাহমুদ প্রমুখ। সভায় পৃথিমপাশা ইউনিয়নের ২২টি পূজা মণ্ডপে শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে সর্বাত্মক সহযোগিতা আহ্বান করা হয়; সেই সঙ্গে যেকোনো গুজব রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ থাকার অনুরোধ জানানো হয়।