মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানের উত্তরপূর্ব সীমানায় একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চা শ্রমিকরা বাবু নালায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন। নিহতের পরিচয় ক্লিভডন চা-বাগানের শ্রমিক রামবচন গোয়ালা বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য ও স্থানীয় ওয়ার্ড সদস্য শংকর উরাং।
স্থানীয়দের বরাতে জানা যায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় একই বাগানের শ্রমিক গোলাপ সতনামী রামবচনকে ডেকে ঘর থেকে নিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তিন দিন পর রোববার দুপুরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বাগান এলাকায় আতঙ্ক বিরাজ করছে।