লন্ডন প্রতিনিধি:
গত ১৩ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখে ওয়েস্ট লন্ডনের সাউথহলে অবস্থিত “সাউথহল কিচেন রেস্টুরেন্ট”-এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে West London Shahjalal Association UK (WLSA UK)-এর সাধারণ সভা।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম এবং অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সেক্রেটারি শালুক চৌধুরী ও জয়েন্ট সেক্রেটারি ফয়সল চৌধুরী।
প্রথমেই পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা সিদ্দিকুর রাহমান খান।
রাত ৯টায় শুরু হওয়া সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মমশির আলী, হাফিজ মাওলানা আহমদ জাকী, ও মাওলানা সিদ্দিক আহমেদ খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় বিগত বছরের কার্যক্রমের পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হুসিয়ার খান, সহ-সভাপতি গিয়াস আজাদ, অর্থ সম্পাদক কাউসার আহমদ, সহকারী অর্থ সম্পাদক আবদুল মালিক, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক আবুল কালাম বাইচ্ছু, ধর্ম সম্পাদক মাওলানা ফাহিম বদরুল হাসান, আইন বিষয়ক সম্পাদক শফি আহমদ, এবং কার্যনির্বাহী কমিটির সদস্য জাহিদ মিয়া ও আব্দুর রউফ।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্যবৃন্দ — মুসলিম উদ্দিন খান, এনাম আহমদ চৌধুরী, সোহেল আহমেদ, আব্দুল মতিন, লুকমান হোসেন, মত্তছির আলী, পলাশ মিয়া, সৈয়দ ডিনার, মোহাম্মদ বুকারী, সেলিম শান্ত, ফয়সাল তালুকদার, প্রাণতোষ রায়, ও আলী আহমেদ প্রমুখ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পূর্বের ধারাবাহিকতায় পশ্চিম লন্ডনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিয়ে প্রতিবছর দুটি ফ্যামিলি গেট-টুগেদার ও পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন করা হবে। পাশাপাশি সংগঠনের সেবামূলক কার্যক্রমের সম্প্রসারণে সকল সদস্যদের অংশগ্রহণে ফান্ড কালেকশন কার্যক্রম চালু করার সিদ্ধান্তও গৃহীত হয়।
শেষ পর্যায়ে সংগঠনের সফলতা, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে সভাপতি নজরুল ইসলাম সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য ডিনারের আয়োজন করা হয় এবং সংগঠনের আইন বিষয়ক সম্পাদক শফি আহমদ-এর নবজাতক সন্তানের আগমনে মিষ্টিমুখ করানো হয়।