আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও আড়াই হাজার মানুষ। দেশটির কুনার প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। রবিবার গভীর রাতে এ ভূমিকম্প আঘাত হানে। ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ চাপা পড়ে আছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
কুনারে ভয়াবহ ধ্বংসযজ্ঞ
সরকারি মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ সোমবার সংবাদ সম্মেলনে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি সতর্ক করে বলেন, উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় গণমাধ্যম টোলোনিউজের ভিডিওতে দেখা গেছে, কুনারের মাজার ভ্যালিতে ঘরবাড়ি ধসে পড়েছে। নারী, শিশু ও প্রবীণরা ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন।
উদ্ধার কাজে বিপর্যয়
প্রবল ভূমিকম্পে রাস্তাঘাট ভেঙে পড়ায় দুর্গত এলাকায় পৌঁছাতে বড় ধরনের সমস্যা হচ্ছে। উদ্ধারকারীরা অনেক ক্ষেত্রে হেঁটে বা হেলিকপ্টারের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইরের সহায়তা না পেলে আটকে থাকা মানুষদের জীবিত উদ্ধার করা সম্ভব নয়।
আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি
জাতিসংঘ জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে। আন্তর্জাতিক রেড ক্রসসহ বিভিন্ন সংস্থা জরুরি খাদ্য, চিকিৎসা সামগ্রী ও আশ্রয়ের ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছে।
সম্ভাব্য বড় বিপর্যয়
বিশ্লেষকরা বলছেন, এই ভূমিকম্পটি সাম্প্রতিক বছরের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের একটি। ধ্বংসস্তূপ সরানো এবং আহতদের চিকিৎসার জন্য এখনই সংগঠিত আন্তর্জাতিক সহায়তা না এলে প্রাণহানি আরও বাড়তে পারে।