গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সোমবার বিকেলে তিনি হাসপাতালে গিয়ে নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এর আগে দুপুর ২টার দিকে নুরুল হককে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
হাসপাতাল থেকে বের হয়ে শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, “নুরুল হক নুরের মতো আর কাউকে যেন এভাবে অত্যাচারিত হতে না হয়। আমি এই হামলার সুষ্ঠু তদন্ত চাই।”
প্রসঙ্গত, গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও পুলিশ সদস্যরা লাঠিপেটা করলে নুরুল হক গুরুতর আহত হন। তার মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।