যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা কিশোরী বয়সে একবার যৌন নিপীড়নের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। সম্প্রতি প্রকাশিত ব্রিটিশ রাজপরিবার নিয়ে লেখা এক বইয়ে এমন তথ্য উঠে এসেছে।
টাইমস পত্রিকার সাবেক রয়্যাল সম্পাদক ভ্যালেনটাইন লোর লেখা ‘পাওয়ার অ্যান্ড দ্য প্যালেস’ বইতে এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। বই অনুযায়ী, ২০০৮ সালে লন্ডনের মেয়র থাকাকালে বরিস জনসনকে ঘটনাটি ব্যক্ত করেছিলেন ক্যামিলা।
বইতে বলা হয়, মাত্র ১৬ বা ১৭ বছর বয়সে ট্রেনে চড়ে প্যাডিংটন স্টেশনের দিকে যাচ্ছিলেন ক্যামিলা। সেই সময় এক ব্যক্তি তাঁর শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে হাত দেন। সঙ্গে সঙ্গে ক্যামিলা নিজের জুতা খুলে ওই ব্যক্তিকে আঘাত করেন।
ঘটনার বর্ণনায় উল্লেখ করা হয়, এর আগে তাঁর মা তাঁকে বলেছিলেন— এ ধরনের পরিস্থিতিতে পড়লে জুতা দিয়েই আত্মরক্ষা করতে হবে। ক্যামিলা সেই পরামর্শ মেনেই কিশোরী বয়সে নিজের সম্মান রক্ষা করতে পেরেছিলেন।